জনতার কলম ওয়েবডেস্ক :- জম্মু-কাশ্মীরে তিন দফায় ভোট হবে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভোটগ্রহণ। ফলপ্রকাশ ৪ অক্টোবর। হরিয়ানায় এক দফাতেই ভোট হবে। ১ অক্টোবর। হরিয়ানার ৯০টি আসনে বিধানসভা নির্বাচন হবে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৭টি তফসিলি জাতি সংরক্ষিত।
অন্যদিকে, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরেও ৯০টি আসনে ভোট হতে চলেছে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৬টি সংরক্ষিত। কাশ্মীর প্রসঙ্গে এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, লোকসভা ভোটে আমরা দেখতে পেয়েছি বয়কট ও বুলেটকে হারিয়ে ব্যালটের জয় হয়েছে। ভোটে অংশগ্রহণের পরিমাণ ৩০ পয়েন্ট বেড়েছে।