জনতার কলম ওয়েবডেস্ক :- জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে আসন্ন বাদল অধিবেশনেই সংসদে আনা হোক বিল। এই অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, অতীতে একাধিকবার কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদায় উন্নীত করার উদাহরণ রয়েছে। কিন্তু একটি পূর্ণরাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার উদাহরণ নেই। এই প্রথমবার কোনও রাজ্যকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে।’ চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী নিজেই একাধিকবার এই জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন।
কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপই করছে না সরকার। লোকসভার বিরোধী দলনেতার দাবি, গত পাঁচ বছর ধরে পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে কাশ্মীরবাসী লাগাতার দাবি জানিয়ে আসছে। তবে পাশাপাশি তিনি এও স্বীকার করেছেন যে, পহেলগামের জঙ্গি হামলা কাশ্মীরবাসীর সেই দাবিতে আঘাত করেছে। কিন্তু এবার বাদল অধিবেশনেই বিল এনে জম্মু-কাশ্মীরের হৃত মর্যাদা ফেরানো হোক বলে উল্লেখ করেছেন রাহুল।
একই সঙ্গে লাদাখবাসীর অধিকার, ভূমি ও পরিচিতিকে সুরক্ষিত করতে কেন্দ্রশাসিত এই অঞ্চলকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়েছেন খাড়গে ও রাহুল।
৩৭০ ধারা বাতিল নিয়ে যেমন ক্ষোভ রয়েছে, তেমনি কাশ্মীরবাসীর ক্ষোভ রয়েছে পূর্ণরাজ্যের মর্যাদা হারানো নিয়েও। ভোটের আগে সেই ক্ষতে প্রলেপ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপত্যকায় গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো হবে। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।