Site icon janatar kalam

“জম্মু ও কাশ্মীরে টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ত্রাণ ও সতর্কতা জোরদার নির্দেশ”

জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চপর্যায়ের বৈঠক করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি প্রশাসনকে দ্রুত ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি জলমগ্ন এলাকা থেকে পানি নিষ্কাশন, জরুরি পরিষেবা সুরক্ষিত রাখা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সময়মতো সরিয়ে নেওয়ার ওপর জোর দেন।

মুখ্যমন্ত্রীর দপ্তর সামাজিক মাধ্যমে জানায়, ‘‘মুখ্যমন্ত্রী সকালে বৈঠক করে অবিরাম বৃষ্টিপাতের পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তিনি প্রশাসনকে মাটিতে প্রতিক্রিয়া বাড়ানো, জলমগ্ন এলাকা পরিষ্কার করা, জরুরি পরিষেবা রক্ষা, ঝুঁকিপূর্ণ অঞ্চলে তৎপরভাবে সরিয়ে নেওয়া এবং অবিলম্বে ত্রাণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।’’

বৈঠকে মন্ত্রী জাভেদ রানা ও সতীশ শর্মা জম্মুর পরিস্থিতি তুলে ধরেন। অন্যদিকে মন্ত্রী সাকিনা ইত্তু ও উপদেষ্টা নাসির সোগামি কাশ্মীরের অবস্থা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। জনগণকে সরকারি পরামর্শ মেনে চলা, ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা এবং সতর্ক থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

টানা ভারী বর্ষণে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলা বন্যা-সদৃশ পরিস্থিতির শিকার হয়েছে। রাজৌরিতে টানা বৃষ্টিতে বন্যার মতো অবস্থা তৈরি হয়েছে। দোদার ভ্যালেসা ও ভদরওয়াহ অঞ্চলে পরপর দ্বিতীয় দিন প্রবল বর্ষণে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

জম্মুর তাওয়ি নদী উপচে পড়ছে। শ্রীনগরে ঝেলম নদীর জলস্তর অনেকটাই বেড়ে গেছে। চেনাব নদীর জলও ক্রমশ ফুলে উঠছে। ফলে চেনাব তীরবর্তী নিম্নাঞ্চলে বাড়িঘর প্লাবিত হয়েছে এবং বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Exit mobile version