জনতার কলম ওয়েবডেস্ক :-আসন্ন রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনের জন্য জম্মু ও কাশ্মীর থেকে তিন প্রার্থীর নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রার্থীদের মধ্যে রয়েছেন গুলাম মোহাম্মদ মীর, রাকেশ মহাজন এবং সৎপাল শর্মা।
ইউনিয়ন টেরিটরি জম্মু ও কাশ্মীরের চারটি রাজ্যসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৪ তারিখে। বিজেপি সূত্রে জানা গেছে, নির্বাচনে দলের প্রার্থীরা যাতে নিশ্চিতভাবে বিজয়ী হতে পারেন, সেই লক্ষ্যে সাংগঠনিক স্তরে তৎপরতা বাড়ানো হয়েছে।