Site icon janatar kalam

জম্মুতে ফের সন্ত্রাসবাদী হামলা, রাজৌরি সেনা ক্যাম্পে গুলি চালাল সন্ত্রাসীরা, এনকাউন্টার চলছে

 

জনতার কলম ওয়েবডেস্ক :- রাজৌরির খাওয়াস এলাকায় সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সেনা ক্যাম্পে ব্যাপক গুলি চালায় সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে গ্রামবাসীও ঘর থেকে বেরিয়ে আসেন। সন্ত্রাসী হামলায় এক সেনা জওয়ান আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলায় পুরুষোত্তম নামে এক জওয়ান আহত হয়েছেন। চারদিক থেকে এলাকা ঘিরে রেখেছে সেনা ও পুলিশ। রাজৌরির এসএসপি এবং এসওজি অর্থাৎ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ঘটনাস্থলে পৌঁছেছে।

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে, প্রতিরক্ষা দফতর জম্মুর জনসংযোগ আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে যে রাজৌরির একটি প্রত্যন্ত গ্রামে হামলা বানচাল করা হয়েছে। বর্তমানে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ চলছে। সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, সোমবার ভোরে রাজৌরির গুন্ধা এলাকায় একটি নিরাপত্তা পোস্টে সন্দেহভাজন সন্ত্রাসীরা গুলি চালানোর পরে নিরাপত্তা বাহিনী একটি ঘেরা এবং অনুসন্ধান অভিযান শুরু করে।

সরকারি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভোর ৪টার দিকে গুলি চালানো হয়, এরপর নিরাপত্তা কর্মীরা পাল্টা জবাব দেয়। ১৯ জুলাই, জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় একটি অনুপ্রবেশের প্রচেষ্টা নিরাপত্তা বাহিনী ব্যর্থ করেছিল, যাতে দুই সন্ত্রাসী নিহত হয়।

এর আগে, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার কাস্তিগড় এলাকায় সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে দুই সেনা আহত হয়েছিল। ডোডা এনকাউন্টারে সন্ত্রাসীদের সাথে লড়াই করার সময় একজন অফিসার সহ চার সেনা জওয়ান শহীদ হওয়ার কয়েকদিন পরে এই এনকাউন্টারটি হয়েছিল।

Exit mobile version