জনতার কলম ওয়েবডেস্ক :- গতকাল ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে গিয়েছে , যেখানে বিজেপি আশানুরূপ ফল পেয়েছে। যা দেখে বিরোধীদের অনেকেরই মনে সন্দেহ জেগেছে যে এটা কিভাবে সম্ভব, এ প্রসঙ্গে সোমবার শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, চারটি রাজ্যে জনতার রায় বেরিয়ে গেছে।
তেলেঙ্গানায় কংগ্রেস এবং অন্য তিনটি রাজ্যে বিজেপি ব্যাপক বিজয় নথিভুক্ত করেছে। জনতার রায়কে স্বাগত জানানো উচিত। কিন্তু আমরা সবসময় বলি- মানুষের মনে সন্দেহ আছে যে এটা কিভাবে সম্ভব, বিশেষ করে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে। তাই, আমরা বলি যে সন্দেহ থাকলে তা দূর করুন। ব্যালট পেপারে একটি নির্বাচন করুন এবং সন্দেহ দূর করুন।