জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুদি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। তারপরেই জনতার রোশনালে পরে বেদম প্রহার খেল। বেঁধে রাখা হয় বৈদ্যুতিক খুঁটির সাথে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল নয়টা নাগাদ বিলোনিয়া রাজীব কর্নার এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে জনতার রোষানল থেকে যুবককে উদ্ধার করে বিলোনিয়া থানায় নিয়ে আসে। ধৃত যুবক দীপঙ্কর দেবনাথের বাড়ি উদয়পুরে । জানা যায়, দোকান মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঢুকে পরে দীপঙ্কর। এরপর ক্যাশ বাক্স থেকে দশ হাজার টাকা চুরি করে বের হয়ে যাওয়ার সময় সন্দেহ হয় মুদি দোকান মালিক অমর দত্তের । ডাক দিতেই পালিয়ে যেতে চেষ্টা করে দীপঙ্কর। দোকানের মালিক অমর দত্ত পিছু ধাওয়া করে ধরে ফেলে যুবককে । প্রসঙ্গত এর আগেও বিলোনিয়া এক নং টিলা এলাকায় একটি স্বর্ন দোকান থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল সে।