Site icon janatar kalam

জনজাতি শিক্ষার্থীদের প্রি–পোস্ট মেট্রিক স্কলারশিপে ১০০% কেন্দ্রীয় শেয়ার দাবি সংসদে তুললেন বিপ্লব দেব

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-উত্তর–পূর্বাঞ্চলের রাজ্যগুলির সীমিত রাজস্ব আয়ের বিষয়টি সামনে রেখে জনজাতি শিক্ষার্থীদের জন্য প্রি ও পোস্ট মেট্রিক স্কলারশিপ সম্পূর্ণভাবে কেন্দ্রীয় তহবিল থেকে দেওয়ার দাবি সংসদে জোরালোভাবে উপস্থাপন করলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যগুলির আর্থিক সীমাবদ্ধতার কারণে জনজাতি শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদানে বহু সময়ই সমস্যা দেখা দেয়। তাই এই স্কিমের ১০০ শতাংশই কেন্দ্রীয় শেয়ার হওয়া জরুরি। একইসঙ্গে তিনি ২০১৯–২০ অর্থবছরের পর গত পাঁচ বছরে এই স্কলারশিপের অর্থরাশি পুনর্বিবেচনা করে তা বাড়ানোর কোনও পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়েও কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সাংসদ দেব জানান, উত্তর–পূর্বাঞ্চলের জনজাতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বিস্তারে কেন্দ্রের আরও সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন। তাঁর এই দাবি সংসদে বিশেষ গুরুত্ব পেয়েছে।

Exit mobile version