জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জন সম্পর্ক ও দলীয় সদস্যতা অভিযানে ফের নিজ বিধানসভা কেন্দ্রে নামলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবাসরীয় সদস্যতা অভিযান চালালেন বিভিন্ন জায়গায়। রবিবার টাঊন বডদোয়ালী বিধানসভা কেন্দ্রের রামনগর এলাকায় জনসম্পর্ক অভিযান ও সদস্যতা অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
এদিন তারা রামনগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সদস্যতা অভিযান করেন। রাজ্যের প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার নীল রতন মজুমদারের বাড়িতে যান তারা। সস্ত্রীক ডাক্তার নীল রতন মজুমদারকে বিজেপি দলের সদস্য করেন। পরে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান রাজ্য জুড়ে বিজেপির দ্বিতীয় দফায় বিজেপির সদস্যতা অভিযান চলছে।
তাই এদিন তিনি বাড়ি বাড়ি সদস্যতা অভিযানে অংশ নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন মানুষের রয়েছে বিজেপি সরকারের উপর বিশ্বাস। এখনো পর্যন্ত প্রদেশ বিজেপির প্রায় ৬ লক্ষ মেম্বার হয়ে গেছে। এদিন মুখ্যমন্ত্রী শান্তি পাড়া এলাকায়ও সদস্যতা অভিযান চালান। বেশ সাড়া পড়ে।