Site icon janatar kalam

মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় আসবে সবাই : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সমস্ত মানুষকেই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় নিয়ে আসা হবে। ১৩ লক্ষ আয়ুষ্মান কার্ড হোল্ডার ছাড়া বর্তমানে ৪.৭৫ লক্ষ লোক জন আরোগ্য যোজনার আওতায় আসবে। জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা।রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব সহকারে কাজ করছে বর্তমান সরকার। ২০২৩-২৪ অর্থবর্ষে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ৫৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকায় আরও ১০০ টি উপ-স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। ২০১৮ সালের পর থেকে যারা আয়ুষ্মান কার্ড দিয়ে চিকিৎসা পরিষেবা নিয়েছে তাদের সংখ্যাটাও নেহাত কম নয়। এর মধ্যে সরকার বিশ লক্ষ টাকা ব্যয় করেছে মানুষকে স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য। রবিবার রাজধানীর লিচুবাগানস্থিত ওল্ড ন্যাশনাল ক্লাব এর উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। মুখ্যমন্ত্রী দিন গভীর দুঃখ প্রকাশ করে বলেন, আগে মানুষ কথায় কথায় বাইরে চলে যেত। ত্রিপুরাতে নাকি ভালো চিকিৎসা হয় না। বর্তমানে এখন আর মানুষ বহির রাজ্যে যেতে হয় না। বর্তমানে রাজ্যেমুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় আসবে সবাইর তিন জেলায় তিনটি ট্রমা সেন্টার খোলা হয়েছে। ইতিমধ্যেই ধর্মনগরে আরেকটি সেন্টার খোলা হবে। সরকার চাইছে দুর্ঘটনা জনিত কারণে মৃত্যুর হার শূন্যের কোটায় পৌঁছাতে |প্রসঙ্গত ওল্ড ন্যাশনাল ক্লাবের উদ্যোগে স্বাধীনতার অমৃত মহোৎসবে মেরী মাটি মেরা দেশ এবং ক্লাবের ৫৫ বৎসব পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের কর্মকর্তাগণ।

 

Exit mobile version