Site icon janatar kalam

জনকল্যাণে নিবেদিত জীবন: সুদীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুদীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন কংগ্রেসের প্রবীণ নেতা ও কর্মীরা প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আশিস কুমার সাহা প্রয়াত সুদীর রঞ্জন মজুমদারের কর্মবহুল ও নিষ্ঠাবান রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, সুদীর রঞ্জন মজুমদার ছিলেন কংগ্রেস কর্মীদের অনুপ্রেরণার উৎস। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে তিনি আজীবন নিজেকে উৎসর্গ করেছিলেন।

আশিস কুমার সাহা আরও বলেন, প্রয়াত এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর আদর্শ ও চিন্তাধারা আজও সমাজ ও রাজনীতিতে সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান প্রজন্মের রাজনীতিবিদদের কাছেও তাঁর জীবন ও দর্শন শিক্ষণীয় বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের শেষে কংগ্রেস নেতৃত্ব প্রয়াত নেতার আদর্শ ও মূল্যবোধকে সামনে রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

 

Exit mobile version