জনকল্যাণকারী বাজেট পেশের জন্য মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের ধন্যবাদ জানিয়ে ৮ টাউন বড়দোয়ালী মন্ডলের ধন্যবাদ রেলি
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী বাজেট পেশ এবং রাজ্যের ২৮০৬ জনকে চাকুরীতে নিয়োগের জন্য ৮ বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে এক সুবিসাল মিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিলটি রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন ৮ বড়দোয়ালী মন্ডল সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ২০২৫ সালের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনকল্যাণমুখী বাজেট পেশ করেছে।
এরজন্য কেন্দ্রীয় সব মন্ত্রীদের ধন্যবাদ জানান। তাছাড়া, গত ৫ ফেব্রুয়ারী আস্তাবল ময়দানে ২৮০৬ জনকে চাকুরীর নিয়োগপত্র বিলি করা হয়েছে। এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং অন্যান্য মন্ত্রীদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি সংসদে সর্ব ভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কুরচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন, কেননা এই বাজেট নিয়ে বিরোধীরা নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে এবং এ নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করেছে এরা। তাদের এ ধরনের উদ্যোগেরও তীব্র নিন্দা জানান তিনি।