Site icon janatar kalam

জগন্নাথ বাড়িতে পুজো দিলেন রাজ্যপাল নাল্লু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অযোধ্যায় রাম লালা মন্দির প্রতিষ্ঠা লগ্নে আগরতলায় জগন্নাথবাড়িতে পুজো দিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু , রাজ্যপাল বলেন রাম ছিল একজন আদর্শ স্বামী, একজন প্রকৃত ভ্রাতা, ও মানব দরদী রাজা । ৫০০ বছর পর অযোধ্যায় আবারো রামের প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে। রাম একাধারে ছিলেন একজন মানব দরদী রাজা আবার প্রকৃত ভাতা তেমনি ছিলেন একজন আদর্শ স্বামী । রামের মতন আদর্শ রাজার প্রকৃষ্ট নিদর্শন আর হতে পারে না । বহু যুদ্ধ করে অযোধ্যায় নতুন করে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে । এই ইতিহাস মানুষের মনে হাজারো বছর থাকবে । রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসে কথাগুলি বললেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ।রাজ্যপাল এ দিন জগন্নাথ বাড়ি ঘুরে দেখে খুবই আনন্দিত হন । জগন্নাথ বাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ দেখে রাজ্যপাল উচ্চ প্রশংসা করেন । বলেন মন্দিরটি খুবই সুন্দর। পাশাপাশি তার নিয়মাবর্তিতা উচ্চ প্রশংসার যোগ্য ।সকালে রাজ্যপালের জগন্নাথ বাড়ি পরিদর্শন এর সূচি শুনে চরম ব্যস্ততা পরিলক্ষিত হয় জগন্নাথ বাড়িতে। জগন্নাথ বাড়ির পক্ষ থেকে রাজ্যপালের হাতে সাল ও স্মারক উপহার তুলে দেওয়া হয় । পাশাপাশি প্রসাদ তুলে দেওয়া হয়েছে রাজ্যপালের হাতে।

 

 

Exit mobile version