জনতার কলম ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :- বহি:রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে আটক এক যুবক। নাম শ্রবণ কুমার (২২) বাড়ী বিহার। এদিন, সরকারি রেল পুলিশ থানার ওসি সঞ্জিত সেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রত্যেক দিনের মতো বুধবারও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানোর সময় এক যুবককে সন্দেহজনকভাবে আটক করা হয়।
সে আসামরাইফেলসের পোশাক পড়ে থাকায় পুলিশ তার পরিচয় পত্র দেখাতে বলে, তখন শ্রবন তার পরিচয় পত্র না দেখাতে পারায়, তার সঙ্গে থাকা বেশ কয়েকটি বেগে তল্লাশি অভিযান চালিয়ে শুকনো গাঁজা উদ্ধার করে রেল পুলিশ বলে জানান তিনি। তিনি আরো বলেন অভিযুক্ত শ্রবণ কুমারের বিরুদ্ধে এন,ডি,পি,এস ধারায় মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
পাশাপাশি অভিযুক্তকে বুধবারই কোর্টে তুলে রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে জানান ওসি সঞ্জিত সেন। পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানা গেছে।