জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছেলের হাতে ধারালো কুড়োলের আঘাতে রক্তাক্ত বাবা বর্তমানে হাসপাতালে সঙ্গে পাঞ্জা সড়ছেন। ঘটনা বিশামাড় থানাধীন রামছাড়া কালীটিলা এলাকায়। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ছেলে মনোরঞ্জন সরকার ধারগুলো কুড়োল দিয়ে বুধবার গভীর রাতে তার বাবা জীবন সরকারকে এলোপাথাড়ি আয্যাত করে।
বৃদ্ধ ব্যব্যর চিৎকারে এলাকাবাসীর দৌড়ে আসতেই পালিয়ে যায় অভিযুক্ত ছেলে। রাতেই খবর পেয়ে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত সহ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতালে পৌঁছায়। পরবর্তী সময়ে পুলিশ ধারালো কুড়োলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুহূর্তের মধ্যে গোটা ঘটনায় এলাকার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি কারণে ছেলে তার বাবার উপর এই প্রাণয্যতী হামলা চালিয়েছে তা অবশ্য জানা যায়নি। দাবি উঠেছে অভিযুক্তের কঠোর শাস্তির।