Site icon janatar kalam

ছেলেকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আর বাড়ি ফিরলেন না জন্মদাত্রী মা। ছত্রিশ ঘন্টা অতিক্রান্ত হওয়া সত্ত্বেও নিখোঁজ গৃহবধূর এখনো কোন সন্ধান না পাওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়েই পরিবারে লোকজন দারস্ত হলেন আগরতলা পশ্চিম থানার। ঘটনার বিবরণে জানা যায় গতকাল সোমবার বাবার বাড়ি সেকেরকোট পাণ্ডবপুর স্কুল পাড়া থেকে ছেলেকে নিয়ে আগরতলা জয়নগর স্থিত প্রণবানন্দ স্কুলে নিয়ে আসেন গৃহবধূ দীপা দাস। ছেলেকে যথারীতি স্কুলে পৌঁছে দিলেও সে আর বাড়ি ফেরেনি। স্কুল ছুটি হবার পরেও ছেলেকে কেউ নিতে না আসায় স্কুলের তরফে ফোন করা হয় বাড়িতে। তখন বাড়ির লোক স্কুলে এসে ছেলেকে নিয়ে গেলেও গৃহবধূ দীপার কোন খোঁজ নেই। এর পরই শুরু হয়ে যায় চারিদিকে খোঁজ খবর। বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি লোকজন সর্বত্রই বহু খোঁজাখুঁজি করেও দীপার কোন সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত মঙ্গলবার আগরতলা পশ্চিম থানার দ্বারস্থ হলেন। প্রায় ৩৬ ঘণ্টা অতিক্রান্ত হওয়া সত্ত্বেও শহর থেকে নিখোঁজ হয়ে যাওয়া গৃহবধুর কোন সন্ধান না পাওয়ায় উভয় পরিবারের লোকজন। এদিকে নিখোঁজ গৃহবধূর বাবার বাড়ির লোকদের বক্তব্য গত বেশ কিছুদিন ধরেই দীপাকে অনেকটা মানসিক অবসাদগ্রস্থ লক্ষ্য করা যায়। যদিও কেন তার এই অবস্থা সেই সম্পর্কে কাউকে কিছু বলেনি সে। শশুর বাড়িতেও তেমন কোনো অসুবিধা নেই। এছাড়া প্রতিনিয়ত দীপাই ছেলেকে স্কুলে আসা নেওয়া করতো। এমন নয় যে তার কাছে এলাকার রাস্তাঘাট অচেনা। এরপরেও শহরের বুক থেকে এভাবে গৃহবধূ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে উঠছে এখন নানা প্রশ্ন। এখন দেখার বিষয় পুলিশ অভিযোগ মূলে নিখোঁজ হওয়া গৃহবধুর সন্ধান দিতে পারে কিনা। তার দিকেই এখন তাকিয়ে রয়েছেন নিখোঁজ হওয়া গৃহবধূর বাবা ও শ্বশুরবাড়ির লোকেরা।

Exit mobile version