জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জায়গা জমির বিরোধ নিয়ে মহিলা সহ চারজনকে ছুরিকাঘাতে আহত করেছে দুই দুষ্কৃতিকারী। ঘটনা উদয়পুর মহকুমার সোনামুড়া এলাকায়। বর্তমানে আহত চারজনের চিকিৎসা চলছে গোমতী জেলা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও টিএসআর জওয়ান। সংবাদে প্রকাশ ,দীর্ঘ দিন ধরে উদয়পুর মহকুমায় সোনামুড়া এলাকার দুই পরিবারের জায়গা নিয়ে বিরোধ চলছিল। একটা সময় আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ছিল এক পরিবারের আদালতে তারিখ। সে অনুসারে আনোয়ার নামে এক ব্যক্তি আদালত থেকে নিজ বাড়িতে আসা মাত্র জলিল মিয়া ও অলিদ মিয়া নামে দুই ব্যক্তি মিলে পাশের বাড়ির আনোয়ার হোসেন,সেকেল মিয়া,হারুন মিয়া এবং রুমেলা খাতুনকে পরপর ছুরিকাঘাত করে । এদিকে স্থানীয় মানুষ ছুটে এসে সঙ্গে সঙ্গেই আহত চারজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।