Site icon janatar kalam

ছুটিতে বাড়িতে এসে রহস্যজনক ভাবে মৃত্যু এক সেনা জওয়ানের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৩ দিনের জন্যে ছুটিতে বাড়িতে এসে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক সেনা জওয়ানের। নাম খোকন বোস, বয়স ৫২। তিনি সুবেদার মেজর পদে কর্মরত ছিলেন। গত ৭ এপ্রিল ছুটিতে বাড়িতে আসার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর বাড়ির মানুষ গুর্ণাবস্তিস্থিত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তিনি সুস্থ না হওয়ায় বাড়ির লোকেরা অন্য আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

কিন্তু শেষ রক্ষা হয়নি। বুধবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন সেনা জওয়ান খোকন বোস। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন। হঠাৎ করে কি ভাবে তিনি অসুস্থ হলেন, কি কারণে এই মৃত্যু তা স্পষ্ট নয়। তাঁর মৃত্যুতে রাজধানীর গুর্ণাবস্তি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভারতীয় সেনার তরফে প্রয়াত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তবে পরিবারের দাবি তার রোগ নির্নয় ও যথার্থ চিকিৎসা করাতে ব্যর্থ হয়েছে রাজ্যের চিকিৎসকরা।

Exit mobile version