জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্দোলনে উত্তাল বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ। অনির্দিষ্ট কালের জন্য কলেজ অধ্যক্ষের কক্ষের সামনে ধর্না প্রদর্শন এ বসেছে এবিভিপির কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা। প্রসঙ্গত সাত বছর অতিক্রান্ত হলেও বিলোনিয়া কলেজের নবনির্মিত জনজাতি আবাসিক ছাত্রীবাস চালু হয়নি। এই ছাত্রীবাসটি চালুর দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বরা বার বার দাবি জানিয়ে আসছিল কতৃপক্ষের কাছে। কোন কাজ না হওয়ায় শুক্রবার দুপুর দেড়টা নাগাদ আই সিভি কলেজ অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে, ধর্না প্রদর্শন করেন কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা।