Site icon janatar kalam

ছাত্রীদের স্বাবলম্বি করে তোলতে এনএসএস ইউনিটের উদ্যোগে স্বনির্ভর প্রকল্প কর্মসূচী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ি ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে ভবিষ্যতে যাতে সামাজিক-অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হতে পারে সেজন্য ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কারণ সব মেয়েই চায় স্ব-নির্ভর হতে। তাই লেখাপড়ার পাশাপাশি রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট স্বনির্ভর প্রকল্প কর্মসূচী নিয়েছে।

ছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রায় ২০০ জন পড়ুয়া নিয়ে শুরু হয়েছে এই প্রকল্প। মহাবিদ্যাবিদ্যালয়ের শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রীরা এই প্রশিক্ষণ দিচ্ছেন। একথা জানান মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট-র প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য। তিনি জানান, মেয়েদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা উপার্জনের পথ তৈরি করতে পারে। এই কর্মসূচী আগামী দিনেও জারি থাকবে বলে জানান রমা ভট্টাচার্য।

Exit mobile version