জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে নিজেদের দত্তক গ্রামের কচিকাঁচাদের রাজধানীর ঐতিহ্যবাহী স্হানগুলো দেখানোর ব্যবস্থা করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স কর্তৃপক্ষ । এদিন দত্তগ্রাম স্বর্ণ গ্রামের ১১৯ জন ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রীও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা, অর্পিতা সাহা এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।শীতের হাওয়ার নাচন শুরু হাতেই রাজধানী জুড়ে শুরু হয়েছে বিভিন্ন ধরনের উৎসব আর উৎসব ।
কোথাও চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি,কোথাও চলছে পেটুক উৎসব, তো কোথাও বা চলছে আসন্ন বর্ষ বিদায় ও বর্ষবরণের প্রস্তুতি ।আর এই উৎসব মুখর আবহে রাজধানীর প্রসিদ্ধ স্বর্ণ প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্স শুরু করেছে তাদের নিজস্ব উৎসব স্বর্ণ জয়ন্তী উদযাপন ।এরই অঙ্গ হিসেবে তাদের দত্তক গ্রাম ওয়ারিং বাড়ির স্বর্ণগ্রামের কচিকাঁচাদের আগরতলায় এনে শুক্রবার এক ভিন্ন ধর্মী উৎসবের আয়োজন করেছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স কর্তৃপক্ষ ।
এদিন স্বর্ণ গ্রামের ১১৯ জন ছাত্রছাত্রীদের আগরতলা এনে শহরের প্রসিদ্ধ স্থানগুলি দেখানোর ব্যবস্থা করেছে তারা ।শুধু তাই নয় ,এই ছাত্র-ছাত্রীদের হাতে আসন্ন নতুন শিক্ষাবর্ষের জন্য শিক্ষা সামগ্রীও তুলে দেয় কর্তৃপক্ষ ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা ,অর্পিতা সাহা এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ।শ্যাম সুন্দর কোং জুয়েলার্স কর্তৃপক্ষের এই ধরনের ভিন্নধর্মী অনুষ্ঠান আয়োজনে অভিভূত মেয়র দীপক মজুমদার।
এদিন এক প্রতিক্রিয়ায় তিনি জানান ,এই ধরনের অনুষ্ঠানে যোগদান করতে পেরে অভিভূত তিনি। এই অনুষ্ঠান তার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা বলে জানালেন মেয়র দীপক মজুমদার। এদিন এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা এক বাক্যে স্বীকার করেন ,শ্যাম সুন্দরের যে উত্থান তার সবটাই রাজ্যকে কেন্দ্র করে ।তার মতে, মায়ের ঋণ শোধ করা যায় না ।কিন্তু স্বীকার করা যায় ।আর এই লক্ষ্যেই স্বর্ণ জয়ন্তী উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছেন তারা ।তিনি জানান, শ্যামসুন্দরের দত্তক গ্রাম ওয়ারিং বাড়ীর স্বর্ণগ্রাম আগে নানাহ সমস্যায় জর্জরিত ছিল। সন্ধে ঘনিয়ে এলেই গ্রামবাসীরা নেশায় আচ্ছন্ন হয়ে পড়তেন ।গ্রামের কচিকাচাদের মধ্যে শিক্ষা বিস্তারের কোন উদ্যোগে ছিল না এই গ্রামে ।তারা এই গ্রামটির দত্তক নেওয়ার পর ধীরে ধীরে সবাইকে নিয়ে এগিয়ে চলতে শুরু করেন ।
এরই ফলপরিনামে স্বর্ণগ্রাম আজ রাজ্যের একটি অন্যতম গ্রামে পরিগণিত হতে পেরেছে।উল্লেখ্য ,হীরের গহনা প্রেমীদের জন্য ইতিমধ্যেই শ্যামসুন্দর কোং গ্লিটারিয়া নামে একটি উৎসব শুরু করেছে। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত শ্যাম সুন্দরের আগরতলা ,খোয়াই ,উদয়পুর ধর্মনগর এবং কলকাতার তিনটি শোরুমে এই গ্লিটারিয়া উৎসব চলবে ।এরই পাশাপাশি স্বর্ণ জয়ন্তী উৎসবও আয়োজন করেছে এই অভিজাত স্বর্ণ প্রতিষ্ঠানটি।