Site icon janatar kalam

ছাগল চুরি করে পালানোর সময় জনগণের তারা খেয়ে ব্রিজের উপর থেকে লাফ দিয়ে গুরুতর আহত চোর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রকাশ্য দিবালোকে ছাগল চুরি করে পালানোর সময় জনগণের তারা খেয়ে ব্রিজের উপর থেকে লাফ দিয়ে গুরুতর আহত হলো এক যুবক ।ঘটনা শুক্রবার দুপুরে রাজধানীর আস্তাবল ব্রিজের নিচে কাটাখালের গাংগাইল রোড এলাকায়। গুরুতর আহত অভিযুক্ত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায় পুলিশ।শুক্রবার দুপুরে রাজধানীর ভিআইপি রোডের আস্তাবল ব্রিজ সংলগ্ন স্থান থেকে একটি ছাগল চুরি করে এক যুবক ।অভিযোগ , বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে যুবকটিকে তাড়া করে। জনগণের তারা খেয়ে চুরি করা ছাগল ছেড়ে বাঁচার তাগিদে আস্তাবল ব্রিজ থেকে লাফিয়ে কাটা খালের উপর পড়ে ওই যুবক ।সেখান থেকে কাটাখালের উত্তর পাড় দিয়ে রাধানগরের দিকে পালানোর চেষ্টা করে সে। কিন্তু সেখানকার মানুষদের তাড়া খেয়ে কাটাখাল ডিঙিয়ে গাঙ্গাইল রোডের পাড়ে এসে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যুবকটি । স্থানীয়রা যুবকের মাথায় জল ঢেলে সুস্থ করার চেষ্টা করলেও তার জ্ঞান ফেরেনি । এই ঘটনার প্রত্যক্ষদর্শি এক ব্যক্তি জানান, আহত যুবকটির পরিচয় তারা জানেননা ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশ এসে সজ্ঞাহীন যুবকটিকে উদ্ধার করে । চিকিৎসার জন্য যুবকটিকে জিবি হাসপাতালে পাঠাতে দমকল কর্মীদের খবর পাঠায় পুলিশ। এদিন এক পুলিশ আধিকারিক জানান, গোটা ঘটনাটির তদন্ত করে দেখছে পুলিশ।খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন ।তারা যুবকটিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান । এই ঘটনাকে কেন্দ্র করে এদিন লেক চৌমুহনী বাজারে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

 

Exit mobile version