Site icon janatar kalam

ছত্তিশগড়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি : রমন সিং

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় শেষ হতে চলা ৫ রাজ্যের এক্সিট পোল বের করেছে কিছু বৈদ্যুতিন মাধ্যম চ্যানেল, যেখানে দেখা গিয়েছে বিজেপির পাল্লা ভারী , কিন্তু আসল হল গনদেবতার রায় । বিজেপি ক্ষমতা পাইয়ে দেওয়া এই এক্সিট পোল বিরোধীদের সহ্য হচ্ছে না , অন্যদিকে এই এক্সিট পোল সম্পর্কে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা রমন সিং বলেছেন, “ছত্তিশগড়ের পরিস্থিতিতে একটি জিনিস পরিষ্কার, কংগ্রেস এবং তাদের বর্তমান পরিস্থিতি। ৩-৪ টি এক্সিট পোল কংগ্রেসের সংখ্যা ৬৯ থেকে ৪২ পর্যন্ত দেখিয়েছে যার অর্থ সেখানে একটি কংগ্রেসের ভোটে বড় পতন। অন্যদিকে, দেখা যাচ্ছে যে বিজেপির আসন ১৫ থেকে বেড়ে ৪৬ হয়েছে।  যা ছত্তিশগড়ে বিজেপির দ্রুত বৃদ্ধি দেখায়.। এটা স্পষ্ট হয়ে গেছে যে কংগ্রেস সরকার যাচ্ছে এবং বিজেপি ছত্তিশগড়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে।

Exit mobile version