Site icon janatar kalam

ছট পূজা উপলক্ষে বস্ত্র মিষ্টি বিলি করলেন বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছট পূজা উপলক্ষে বস্ত্র মিষ্টি বিলি করলেন প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত। রাজ্যেও প্রতিবছর ছট পূজা পূজা করে থাকেন হিন্দি ভাষাভাষীর লোকজন। কঠিন ব্রত পালন করতে হয় এজন্য। এবছরও ছট পূজা করছেন আগরতলা বিধানসভার ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ হরিজন কলোনি এলাকার লোকজন।

বৃহস্পতিবার তাদের মধ্যে বস্ত্র মিষ্টি বিলি করলেন বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত। এদিন দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এই এলাকায় যান এবং মিষ্টি বস্ত্র বিতরণ করেন। পাপিয়া দত্ত বলেন, বুধবার থেকে উপোষ করেছেন যারা ব্রত রেখেছেন উনারা। উল্লেখ্য সমস্ত শক্তির উৎস সূর্যদেবের আরাধনাই ছট পুজো বলে পরিচিত।

এই উৎসব বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, নেপালের কিছু অঞ্চলের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পালিত হয়ে থাকে। এছাড়াও হিন্দিভাষাভাষী মানুষের বসবাস যেখানে সেখানেও হয় এই পূজা। ছটপুজো উপলক্ষে উন্মাদনা লক্ষ্য করা যায় সেখানেও।

Exit mobile version