জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সিপাহীজলা ফরেস্ট কর্মীরা উদ্ধার করেছে জেনারেটর সহ একটি কাঠের মিল। যার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে বলে জানিয়েছে ফরেস্ট আধিকারিকরা। বিশালগড়ের পুরাথল রাজনগর বাজার থেকে জেনারেটর সহ মিলটি একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করে নিয়ে এসেছে ফরেস্ট কর্মীরা। তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি ফরেস্ট কর্মীরা। প্রসঙ্গত সিপাহী জলা জেলার বিশালগড় মহকুমার মধুপুর কোনাবন সংশ্লিষ্ট এলাকা গুলিতে দীর্ঘদিন ধরে বন্যদস্যুরা প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মূল্যবান গাছ চেরাই করে পার্শ্ববর্তী বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে। ফরেস্ট কর্মীরা সক্রিয় থাকার পরেও উৎপাত কমছে না বন্যদস্যুদের। শনিবার আগাম গোপন খবর পেয়ে সিপাহীজলা জেলার চরিলাম ফরেস্ট অফিসের কর্মীরা এই অভিযান চালিয়েছে।
চোরাই কাঠের মিল উদ্ধার করল বনকর্মীরা
