জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম থানা পুলিশের জালে চুরি যাওয়া ৩৫ টি মোবাইল উদ্ধার। গ্রেপ্তার ৫ জন। জানা গেছে ১০ নভেম্বর খাদ্য দপ্তরের অফিস সংলগ্ন সন্দীপ পালের বাড়ি থেকে একটি মোবাইল চুরি করে নিয়ে যায় চোরেরা। বাড়ির মালিক সন্দীপ পাল পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন।
পুলিশ চুরির ঘটনার তদন্তে বিনয় সাহা ও মিঠুন দাস নামে দুই জনকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি মোবাইল। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তিন জনকে আটক করা হয়।
তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মোট ৩৫ টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত তিন জনের নাম সাগর ঘোষ, সঞ্জয় দেবনাথ ও রাজু শুক্ল দাস। পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে বৃহস্পতিবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়। একথা জানান পশ্চিম থানার ওসি।