নতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৪ ঘন্টার মধ্যে রাজধানীর দুর্গা চৌমুহনী চুরি কান্ডে তিন চোরকে গ্রেফতার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। একইসঙ্গে চুরি যাওয়া জিনিষও উদ্ধার করা হয়। পুরো বিষয়টি জানিয়েছেন সদরের এসডিপিও দেব প্রসাদ রায়। সঙ্গে ছিলেন পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি। গত রবিবার দুর্গা চৌমুহনী এলাকার ডাক্তার রাকেশ দাস এর বাড়িতে দুঃ সাহসিক চুরিকান্ড ঘটে।
থানায় মামলা করেন ডাক্তার রাকেশ দাসের বাবা শঙ্কর দাস। তদন্তে নেমে পুলিশ তিন দাগি চোরকে আটক করে। ধৃতরা হলো ভিকি তাঁতি, গোপাল দাস। ভিকি ও গোপাল এর বাড়ি রাধানগর এলাকায়। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার সহ চুরির কাজে ব্যবরিত কিছু সামগ্রী উদ্ধার করা হয়। এদিকে রাজেশ নম নামে আরো এক চোরকে আটক করা হয়েছে। তার বাড়ি আড়ালিয়ায়।
এসি মেশিনের তার চুরিকান্ডে রাজেশকে গ্রেফতার করা হয়। পুলিশ ধৃতদের জিগ্গাসাবাদ চালিয়েছে। উল্লেখ্য, গোটা আগরতলা সহ রাজ্যের বিভিন্ন অংশে চুরি ছিনতাইয়ের ঘটনা অব্যাহত রয়েছে। দিনে এবং রাতে সমান্তরালভাবে চলছে চোর, ছিনতাইবাজদের দৌড়ঝাঁপ। অথচ পুলিশ দু-একজন চোরকে আটকে বাহবা কুড়াতে ব্যস্ত।