জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী সহ ৫ চোরকে আটক করলো পশ্চিম থানার পুলিস। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৩ টি বৈদ্যুতিক সিলিং পাখা ও দা।
ধৃতরা হল ধৃতরা হল সমীর বিন, বিলাস গুপ্ত, যদুমনি গুপ্ত, শানু দেব ও রাজেশ দেবনাথ। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়। পশ্চিম আগরতলা থানার ওসি জানান, ৫ আগস্ট বড়জলা এলাকায় একটি চুরির ঘটনায় এদের আটক করা হয়েছে।