Site icon janatar kalam

চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ২১ মে এনসিসি থানার অধীন বিভিন্ন স্থান থেকে তিনটি বাইক চুরি হয়। এর কিছু দিনের মধ্যেই চোরের দল এক বাড়ি থেকে মহিলার সোনার চেইন চুরি করে নিয়ে যায়। পাশাপাশি একই সময়ে বেশ কয়েকটি মোবাইল চুরির অভিযোগও পায় এনসিসি থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়। সেইসঙ্গে চুরি যাওয়া স্বর্ণের চেইন এবং মোবাইল ফোনও উদ্ধার করে।

সংশ্লিষ্ট চুরি যাওয়া বাইক, স্বর্ণালংকার ও মোবাইল গুলি আদালতে সোপর্দ করার পর আদালতের আদেশ মূলে শনিবার বাইক, স্বর্নালঙ্কার এবং মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেয় এনসিসি থানার পুলিশ। এনসিসি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রাণজিত মালাকার এই সংবাদ জানান।

এদিকে চুরি হয়ে যাওয়া বাইক, স্বর্ণালংকার এবং মোবাইল ফিরে পেয়ে খুশি সংশ্লিষ্ট মালিকরা। তারা এনসিসি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এর প্রতি কৃতজ্ঞতা আপন করেন। তবে রাজ্যে চুরির হিরিক বেড়েই চলছে। এই ঘটনায় চিন্তিত সাধারণ মানুষ।তবে এনসিসি থানার এই ধরনের ঘটনা পুলিশ প্রশাসনের উপর জনগণের আস্থা আরো বুদ্ধি পাবে বলে মনে করেন তারা।

Exit mobile version