চুরি ডাকাতি ও নেশার বিরুদ্ধে পূর্ব থানায় ডেপুটিশন সিপিআইএমের
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- থানার বিভিন্ন এলাকায় চুরি ডাকাতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে নেশা কারবারি ও নেশাগ্রস্তদের উপদ্রব। এর ফলে বিষিয়ে উঠছে পরিবেশ। তাই এর প্রতিবাদে সোচ্চার হয়েছে সিপিএমের মধ্য বমালীপুর অঞ্চল কমিটি। তাদের তরফে ডেপুটেশন প্রদান করা হয় পূর্ব আগরতলা থানায়। প্রতিনিধিদলে ছিলেন এক জন মহিলা সহ পাঁচ জন।
তাদের দাবি চুরি ডাকাতির ঘটনায় পুলিশকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। সম্প্রতি বেশ করেকটি দুঃসাহসিক চুরি কান্ড ও ডাকটির ঘটনা ঘটে এই পূর্ব আগরতলা থানা এলাকায়। তাই দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা সহ ছিনিয়ে নেওয়া জিনিষগুলি যেন উদ্ধার করা হয়। তাছাড়া নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি আদান ডেপুটেশন প্রদানকারীরা।
উল্লেখ্য পূর্বআগরতলা থানা কিছুদিন পর পত্রেই তাদের বভিন্ন সাফল্যের সম্মেলন করে তুলে ধরে। যদিও সাজা কত জনগণের হয়েছে তা বলেন না। এবারে চুরি ডাকাতি ও নেশার বিরুদ্ধে ডেপুটিশন এর পর পূর্ব থানার পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।