Site icon janatar kalam

চীনকে ছাড়িয়ে আবারও বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি ভারত,’ এপ্রিল–জুনে ভারতের অর্থনীতি ৭.৮% হারে বৃদ্ধি

জনতার কলম ওয়েবডেস্ক :- আর্থিক বছর ২০২৫-২৬-এর প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) ভারতের অর্থনীতি ৭.৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে, যা বিশ্লেষকদের অনুমানকেও ছাড়িয়ে গেছে। শুক্রবার জাতীয় পরিসংখ্যান দপ্তর (NSO) প্রকাশিত তথ্যে এই তথ্য উঠে এসেছে। গত বছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ৬.৫ শতাংশ।

বাস্তব জিডিপি (Real GDP), যা মূল্যস্ফীতির হিসাব মুছে গণনা করা হয়, তা বেড়ে দাঁড়িয়েছে ৪৭.৮৯ লক্ষ কোটি টাকা, যেখানে গত বছর একই সময়ে তা ছিল ৪৪.৪২ লক্ষ কোটি। অপরদিকে, নামমাত্র জিডিপি (Nominal GDP) ৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৬.০৫ লক্ষ কোটি টাকায়।

কৃষি খাতের জোরদার সাফল্য!

প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি ছিল কৃষি খাত। এ খাত ৩.৭ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে, যা গত বছরের একই সময়ের ১.৫ শতাংশের তুলনায় অনেক বেশি। ভালো ফসল উৎপাদন এবং কৃষি-সম্পর্কিত কার্যক্রম গ্রামীণ আয় বাড়িয়েছে, ফলে সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

উৎপাদন খাতেও স্থিতিশীলতা!

উৎপাদন (Manufacturing) খাতও দৃঢ়তা দেখিয়েছে। এ খাতের প্রবৃদ্ধি হয়েছে ৭.৭ শতাংশ, যা গত বছরের ৭.৬ শতাংশ থেকে সামান্য ভালো। এটি প্রমাণ করে যে উৎপাদন কার্যক্রম স্থিতিশীলভাবে এগিয়ে চলছে।

 

বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি ভারত!

চীন যেখানে একই সময়ে মাত্র ৫.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, সেখানে ভারতের ৭.৮ শতাংশ প্রবৃদ্ধি দেশটিকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতির আসনে বজায় রেখেছে। বৈশ্বিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির চাপের মধ্যেও ভারতের এই সাফল্য তাৎপর্যপূর্ণ।

 

বিশ্লেষকদের অনুমানের বাইরে প্রবৃদ্ধি

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) প্রথম ত্রৈমাসিকে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। কিন্তু বাস্তব চিত্র সেই অনুমানকে অনেকটা অতিক্রম করেছে। RBI পরবর্তী তিন ত্রৈমাসিকে যথাক্রমে ৬.৭, ৬.৬ এবং ৬.৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। ফলে অর্থবছরের শুরুতেই প্রত্যাশার চেয়ে ভালো প্রবৃদ্ধি ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী সূচনা এনে দিল।

বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা ও মার্কিন শুল্ক চাপের মতো চ্যালেঞ্জ সামনে থাকলেও কৃষি ও উৎপাদন খাতের উপর ভর করে ভারতের অর্থনীতি দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।

Exit mobile version