Site icon janatar kalam

চিকিৎসার নামে অবহেলা: কৈলাসহরের স্বাস্থ্যপরিষেবা প্রশ্নবিদ্ধ!

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ও মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বাস্থ্য পরিসেবার মান উন্নয়নের জন্য দিন-রাত কাজ করলেও, স্থানীয় কিছু মেডিকেল অফিসার এবং স্বাস্থ্যকর্মীর কারণে স্বাস্থ্য পরিষেবা তলানিতে নেমে এসেছে। বিশেষ করে ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরে এমন অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছে।

দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসকের দেখা পাওয়া ছাড়াই ঘন্টা কাটাচ্ছেন। শেষ ঘটনায় যেন পরিস্থিতি চরমে পৌঁছেছে। কৈলাসহরের দূর্গাপুর এলাকার জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে সকাল ১০টায় আসা রোগীরা দুপুর ২টা অবধি চিকিৎসকের দেখা পাননি। এতে রোগীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এই কেন্দ্রটি প্রতিবন্ধী সনাক্তকরণ ও সার্টিফিকেট প্রদান, বিনামূল্যে সহায়ক সরঞ্জাম বিতরণ, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা, আধুনিক ফিজিওথেরাপি, কৃত্রিম অঙ্গ সংযোজন ও অঙ্গচালনে সহায়ক যন্ত্রের ব্যবস্থার জন্য বিখ্যাত। ২০১৫ সালে কেন্দ্রটি ভারতের তৎকালীন রাষ্ট্রপতির কাছ থেকে স্বীকৃতি পেয়েছিল।

কিন্তু বিগত কয়েক মাস ধরে জেলা প্রতিবন্ধীরা সব ধরনের সরকারি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়রা অভিযোগ করেন, চিকিৎসকরা নিয়মিত আসেন না এবং অনেক সময় সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রে থাকা রোগীদের চিকিৎসা মেলেনা।

প্রতিবন্ধী রোগী ও তাদের আত্মীয়স্বজন বলেন, “চিকিৎসক না পেয়ে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, অথচ কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আমাদের স্বাস্থ্যের নিরাপত্তা কোথায়?”

এদিকে, কেন্দ্রে কর্মরত কোনো স্বাস্থ্যকর্মীও ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন, উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণ এবং কেন্দ্রে চিকিৎসক না থাকার কারণে সংশ্লিষ্ট মেডিকেল অফিসারের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এখন জেলাবাসীর নজর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের কার্যকর ভূমিকার উপর। তারা কি জনগণকে প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উদ্যোগ নেবেন, সেটিই এখন দেখার বিষয়।

Exit mobile version