চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে রোগীর আত্মীয়ের হাতে হেনস্থা হল চিকিৎসক
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে আবারো রোগীর নিকট আত্মীয়ের হাতে হেনস্থা হল চিকিৎসক। জানা গিয়েছে গতকাল রাত সাড়ে দশটা নাগাদ জিবিপি হাসপাতালের মেডিসিন বিভাগে নিয়ে আসা হয় এক রোগীকে, তখন দায়িত্বে থাকা চিকিৎসক রোগীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করে দেয়।
কিন্তু আজ সকালে ১১.৩০টা নাগাদ চিকিৎসকের সমস্ত চেষ্টা বিফল করে না ফেরার দেশে চলে যায়। তারপর রোগীর আত্মীয় পরিজনরা চরাও হয় কর্তব্যরত চিকিৎসকের উপর, অভিযোগ আনেন উনার চিকিৎসার গাফিলতিতে নাকি রোগীর মৃত্যু হয়েছে।
এই ঘটনার পর জিবিপি হাসপাতালের অন্যান্য আধিকারিকদের দ্বারা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে নিয়ে যায়। রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে এই ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।