জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যু হল দুর্ঘটনায় আহত যুবতী বধূর। শনিবার গভীর রাতে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে মৃত্যু হয় বধূর। মৃতের নাম রাখী সাহা। রবিবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া বিলোনিয়া মহকুমার দুর্গাপুর এলাকায়।
জানা গেছে বাইকে করে স্ত্রীকে নিয়ে স্বামী আশিস রায় চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন। তখন বৃষ্টি হচ্ছিল। পথে বাইকের পেছন থেকে পড়ে যান বধূ। সঙ্গে সঙ্গে আহত রাখি সাহাকে নিয়ে যাওয়া হয় বড়পাথরি হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করাহয় শান্তিরবাজার জেলা হাসপাতালে।পরে জিবিতে পাঠানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।