Site icon janatar kalam

চাষীদের স্বার্থে ৮ দফা দাবিতে সোচ্চার হয়েছে সারা ভারত কৃষক সভার পশ্চিম জেলা কমিটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৃষকদের স্বার্থে সোচ্চার হয়েছে সারা ভারত কৃষক সভার পশ্চিম জেলা কমিটি বুধবার আগরতলায় এক মিছিলের পর ডেপুটেশন দেওয়া হয় জল সম্পদ উন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকারের কাছে। সেই সঙ্গে বিক্ষোভও প্রদর্শন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় সেচ প্রকল্পগুলি মেরামতের অভাবে বিকল হয়ে আছে। গত বছর বন্যায় অনেক সেচ প্রকল্প অকেজো হয়েছে।

তার উপর বিগত কয়েক বছরে নতুন করে কোনো সেচ প্রকল্প নির্মাণ করা হয়নি। এই অভিযোগ তুলে চাষীদের স্বার্থে ৮ দফা দাবিতে সোচ্চার হয়েছে সারা ভারত কৃষক সভার পশ্চিম জেলা কমিটি। বুধবার আগরতলায় এক মিছিলের পর ডেপুটেশন দেয় জল সম্পদ উন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকারের কাছে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর।

এদিন সার্কেট হাউজের সামনে থেকে মিছিল শুরু করে হেরিটেজ পার্কের সামনে জল সম্পদ দপ্তরের অফিসের সামনে যায়। তারপর এক প্রতিনিধি দল ডেপুটেশন দেয় দপ্তরের মুখ্য বাস্তুকারের কাছে। সমস্ত শেষ প্রকল্পগুলি অবিলম্বে চালু করা, কৃষকদের সময়মতো সার বীজ কীটনাশক প্রদান, গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান সহ মোট ৮ দফা দাবি তোলা হয়।

সারা ভারত কৃষক সভার পশ্চিম জেলা ভিত্তিক এই কর্মসূচিতে সংগঠনের নেতা কর্মীদের ভালোই উপস্থিতি ছিল। দপ্তর এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। এখন চলছে সুখা মরসুম। তাই এখন কৃষিতে জল সেচের জন্যে সেচ প্রকল্পগুলির গুরুত্ব অপরিসীম।

Exit mobile version