জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পেঁয়াজের পর চালের মূল্য নিয়ন্ত্রণে বাজারে হানা দিয়েছে খাদ্য দপ্তর ও মহকুমা ডি সিএম। বদ্ধ করে দেওয়া হয়েছে একটি দোকান ও নোটিশ দিয়েছে অন্য আরেকটি দোকানে। প্রসঙ্গত পেঁয়াজের মূল্য বৃদ্ধি হওয়ার পর খাদ্য দপ্তরের প্রতিনিয়ত অভিযানের ফলে কিছুটা স্বস্তি পেলেও এবার চালের মূল্য বৃদ্ধির ফলে শুরু হয়েছে বাজারে অভিযান। প্রথম দিনেই মহারাজগঞ্জ বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়েছে খাদ্য দপ্তরের আধিকারিকরা। মূল্য নিয়ন্ত্রণে আনতে এ ধরনের অভিযান জারি রাখবে বলে জানিয়েছেন দপ্তর কর্তারা। প্রসঙ্গত বাজারে স্থানীয় উৎপাদিত চাল ৪৮ থেকে ৫০ টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা। যেখানে চালের মূল্য থাকার কথা ছিল ৩০ থেকে ৩৫ টাকা। সেখানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে অস্বস্তিতে পড়ে গেছে সাধারণ ক্রেতারা। দপ্তরের এই অভিযান অব্যাহত থাকলে অনেকটাই স্বস্তি পাবে ক্রেতা সাধারণ।