Site icon janatar kalam

চারিপাড়া এলাকায় একবাড়িতে ও দোকানে দুষ্কৃতীকারীদের হামলা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চারিপাড়া এলাকায় একবাড়িতে ও দোকানে দুষ্কৃতী হামলা। অভিযোগের তীর বিজেপির দিকে। গৃহকর্তার নাম হরি বণিক। গৃহিনী স্বপ্ন্য বণিক স্বীকার করেন, উনার পরিবার সিপিএমের সমর্থক বলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। এর আগেও বেশ কয়েকবার উনার বাড়িতে ও টিফিনের দোকানে হামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে চারিপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এক বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। হামলা চালানো হয় বাড়ির সামনে টিফিনের দোকানেও। দোকানের সমস্ত জিনিসপত্র ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। দুষ্কৃতীরাসবাই মুখে কালো কাপড় জড়িয়ে ছিল বলে অভিযোগ। গৃহিনী স্বপ্ন বণিক জানান, উনার দুই ছেলে জয় ও বিজয়। আগেও একাধিকবার উনার দোকানে ও বাড়িতে হামলা হয়েছে।

পুলিশকে জানালেই পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। বার বার এইভাবে সুষ্কৃতী হামলায় প্রচুর টাকার সম্মুখীন তিনি। তাই এখন নিরাপত্তার পাশাপাশি ক্ষতিপূরণের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। রাজ্য সরকার যেখানে আইন শৃঙ্খলার উন্নয়নের এবং পুলিশ প্রশাসনের কাজে হস্তক্ষেপ করে না বলে দাবি করছে সেই জায়গায় এই ধরণের ঘটনা প্রশাসনের দাবির সঙ্গে বাড়ৈ বেমানান। পুলিশ এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। উল্লেখ্য, স্থানীয় বিধায়ক মিনা রানি সরকার বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের আঙ্কারা দিচ্ছেন বলে খবর।

তার ইন্ধনেই বেছে বেছে এলাকার সিপিএম সমর্থকদের হয়রানি করা হচ্ছে। এখন দেখার আক্রান্ত পরিবার যেহেতু মুখ্যমন্ত্রীর বৃষ্টিআকর্ষণ করেছেন, এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কোন ভূমিকা নেয় কিনা। তবে পুলিশ নীরব দর্শক।

Exit mobile version