জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চোর চক্রের একটি বিরাট চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রাজধানীর পূর্ব থানার পুলিশ। গ্রেপ্তার করেছে ৫ জনকে। তাদের কাছ থেকে পুলিশ চারটি ল্যাপটপ, দুটি ফোন একটি এলইডি টিভি, একটি বাইকের ইঞ্জিন ও বেশকিছু লোহা লঙ্কর উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হল, রাজু কর্মকার, সোহেল চৌধুরী ,সুশীল দেববর্মা, দীপঙ্কর ও রাজঋষি দাস। ধৃতদের পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে তোলা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের কাছ থেকেই চোর চক্রের মূল পান্ডাদের গ্রেপ্তার করা যাবে। প্রসঙ্গত সম্প্রতি রাজধানী শহরসহ তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে ছিচকে চোরের উপদ্রব মারাত্মক হারে বৃদ্ধি পেয়ে চলেছে। সাধারণ নাগরিক সহ পুলিশও দিশেহারা হয়ে পড়েছে। মঙ্গলবার পূর্ব থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও কিরণ কুমার জানান, খুব শীঘ্রই পুলিশ পুরো চোরের চক্রটিকে গ্রেফতার করতে সক্ষম হবে।