Site icon janatar kalam

চলতি বিধানসভায় ঘটে যাওয়া অপ্রাসঙ্গিক ঘটনা প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রতিক্রিয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত একুশে মার্চ শুরু হয়েছিল রাজ্য বিধানসভা বাজেট অধিবেশন। বিভিন্ন খাতে বাজেট নিয়ে আলোচনা করার পর গত ২৪ শে মার্চ বিরোধী বেঞ্চ থেকে এই অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অধিবেশনের মূল বিষয়বস্তু অন্যদিকে চলে যায় যা রাজ্য বিধানসভার ইতিহাসে নজিরবিহীন। রাজ্য বিধানসভার অধিবেশন কে কেন্দ্র করে ঘটে যাওয়া নজীর বিহীন ঘটনা প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে নিজ অভিমত ব্যক্ত করলেন।

তিনি বলেন বিধানসভার প্রেক্ষাপট হল উত্থাপিত বিষয়বস্তু নিয়ে শাসক এবং বিরোধীদলের মধ্যে আলোচনা হওয়া, দুপক্ষের আলোচনাক্রমে মতবিরোধ ঘটবে সেটা স্বাভাবিক, কিন্তু যে বিষয় নিয়ে অধিবেশনের মূল বিষয়বস্তু থেকে সড়ে দাঁড়াতে হয়েছে এবং সেই বিষয়কে কেন্দ্র করে বিরোধী দল বিধানসভার অধিবেশন ত্যাগ করেছে, সবটাই বিধানসভার অধ্যক্ষের সম্মুখে হয়েছে।

গণতান্ত্রিক দিক দিয়ে বলতে গেলে বিধানসভার অধ্যক্ষ যে সিদ্ধান্তে দাঁড়িয়েছেন তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কেননা দুপক্ষের দিক থেকে প্রিভিলাইজড মোশন মুভমেন্ট দাখিল করা হয়েছিল, সেই দিক থেকে বিরোধীদলকে প্রাধান্য দেওয়া উচিত ছিল কারণ বিরোধীদলই তো ভুল টুটি ধরত তারাই তো ছিল আহত তাদের মনেই তো ছিল জিজ্ঞাসা, আগের দিন থেকে তারাই তো প্রতিক্রিয়া ব্যক্ত করার চেষ্টা করছিল। তাছাড়া দলের পক্ষ থেকে যে প্রিভিলাইজড মোশন মুভ করা হয়েছিল তা কতটা দেরিতে হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে তা সত্ত্বেও বিরোধীদলকে প্রাধান্য দেওয়া উচিত ছিল বলে নিজ মন্তব্যে জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

Exit mobile version