Site icon janatar kalam

চন্দ্রোদয় মন্দির হচ্ছে নেতাজি প্লে সেন্টারে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খুঁটিপুজোর মাধ্যমে নেতাজি প্লে সেন্টার শুরু করল তাদের দুর্গাপুজোর প্রস্তুতি। উত্তরপ্রদেশের বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করবে নেতাজি প্লে সেন্টার। এ বছরের পুজোতে নেতাজি প্লে সেন্টার মোট বাজেট ধরেছে ৪০ লক্ষ টাকা। প্রতিমা শিল্পী রাজ্যের উত্তম চক্রবর্তী। মন্ডপ শয্যায় রয়েছেন নবদ্বীপের শিল্পীরা। তবে আলোকসজ্জা করবে রাজ্যের শিল্পীরা। বৃহস্পতিবার সকালে হয়েছে প্যান্ডেলের খুঁটি পূজা।

Exit mobile version