Site icon janatar kalam

ঘোষের বিনিময়ে বহিঃরাজ্যের ছেলেদের সরকারি চাকরির সুযোগ সুবিধা করে দিচ্ছে বর্তমান সরকার,  বঞ্চিত হচ্ছে রাজ্যের বেকাররা : মানিক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ডাবল ইঞ্জিন সরকার নিয়ে ফের সরব হলেন মানিক সরকার। রাজ্যে আয় নেই উপার্জন নেই এবং কাজ নেই। রাজ্যের পরিকাঠামো দিন দিন খারাপ হচ্ছে। আগরতলায় রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির তরফে আয়োজিত ৮০ তম ঐতিহাসিক জনশিক্ষা দিবসে আলোচনা করতে গিয়ে এমনটাই বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এদিন মানিকবাবু বলেন বেকারদের নিয়োগ করছে না সরকার,যদিও কোন কোন দপ্তরে অল্প কিছু নিয়োগ করলেও তা সম্পূর্ণ হচ্ছে ঘোষের তবে বিনিময়ে। শুধু তাই নয় রাজনৈতিক চালী ফায়দার জন্য এবং ঘোষের বিনিময়ে বহিঃরাজ্যের ছেলেদের এই রাজ্যে বিভিন্ন দপ্তরে সরকারি চাকরির সুযোগ সুবিধা করে দিচ্ছে বর্তমান সরকার, কিন্তু বঞ্চিত হচ্ছে রাজ্যের হাজার হাজার বেকাররা।

বেশ কয়েক মাস আগে রাজ্যে ভয়াবহ বন্যার ফলে সাধারণ মানুষের কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হলেও কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি বলেও তাভিযোগ করেন মানিক সরকার।

 

 

 

Exit mobile version