জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘূর্ণিঝড় মিধিলির কারণে সারা রাজ্যের প্রায় লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে । সোমবার সারা ভারত কৃষক সভা কৃষি ভবনে অধিকর্তার নিকট এক ডেপুটেশনে মিলিত হয়েছে ।ডেপুটেশন কালে কৃষকরা অতিসত্বর রাজ্যের সমস্ত কৃষকদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এর ফান্ড থেকে তাদের আর্থিক সাহায্য করার জন্য দাবি তুলেছে । কৃষকদের দাবি অবিলম্বে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রত্যেক জন কৃষককে সরকারিভাবে সহায়তা করতে হবে । নতুবা আগামী দিনে নিরুপায় কৃষকরা বাধ্য হবে আন্দোলনে যেতে । কেন না এই সময়ে কৃষকদের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে । বিশেষ করে শীতকালীন সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে । পাশাপাশি ধান ক্ষেতেরও প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে । কৃষি দপ্তর যাতে ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করে কৃষকদের পর্যাপ্ত সাহায্য করে সেই দাবি রেখেছে কৃষক সমাজ ।