Site icon janatar kalam

ঘূর্ণিঝড়ে মৃত্যু চার মৎস্যজীবীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আকস্মিক ঘূর্ণিঝড়ের বলে ডুম্বুর জলাশয়ে মৃত্যু হল চার মৎস্যজীবীর। ঘটনা শনিবার রাতের। উদ্ধার কাজে নেমেছে অগ্নি নির্বাপক দপ্তর , ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ইমারজেন্সি সার্ভিসেস এর কর্মীরা। বেলা বারোটা পর্যন্ত মৃত একজন মৎস্যজীবীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে খবর।

বাকি মৎস্যজীবীদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা। সংবাদে প্রকাশ জলের উপর তৈরি মৎস্যজীবীদের ঘর ঘূর্ণিঝড়ে উড়িয়ে নেওয়ার ফলেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। গন্ডাছড়া সদানন্দ পাড়ায় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় মানুষ।

Exit mobile version