Site icon janatar kalam

ঘুষ কাণ্ডে অভিযুক্ত গৌতম আদানির গ্রেফতারির দাবিতে সরব হলেন রাহুল গান্ধী

জনতার কলম ওয়েবডেস্ক :- এবার গৌতম আদানির গ্রেফতারির দাবিতে সরব হলেন রাহুল গান্ধী। মার্কিন বিচার বিভাগর তরফ থেকে ঘুষ কাণ্ডে অভিযুক্ত করা হয়েছে গৌতম আদানিকে। এই আবহে ভারতে গৌতম আদানিকে গ্রেফতারির দাবি জানালেন রাহুল গান্ধী। ভারতের সরকারি আধিকারিকদের ২৫ কোটি ডলারের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে আদানির বিরুদ্ধে। গৌতম আদানি ছাড়াও তাঁর ভাইপো সহ বেশ কয়েকজন ভারতীয়র বিরুদ্ধে মামলা করেছে মার্কিন প্রশাসন। এই আবহে রাহুলের অভিযোগ, ‘আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী।’ এছাড়া সেবি প্রধান মাধবী পুরী বুচকেও গ্রেফতারির দাবি জানিয়েছেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধী আজ এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘এটা এখন বেশ স্পষ্ট যে আদানি আমেরিকান আইন এবং ভারতীয় আইন উভয়ই ভঙ্গ করেছেন। তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করা হয়েছে এবং আমি ভাবছি কেন মিস্টার আদানি এখনও এই দেশে মুক্ত রাখা হয়েছে? আজই আদানিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। কিন্তু আদানিজিকে গ্রেফতার করার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। কারণ তাঁকে তো চালান আদানি।’

আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় আধিকারিকদের ঘুষের প্রস্তাব দিয়ে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করেছিল তারা। এরই মাধ্যমে আমেরিকা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে তারা টাকা তুলেছিল বাজার থেকে। দাবি করা হয়েছে, ২০২১ সালের জুলাই এবং ২০২২ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারতীয় সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আদানি গোষ্ঠী। ভারতীয় কর্মকর্তাদের ২৫ কোটির ডলারেরও বেশি ঘুষের প্রস্তাব দিয়ে সৌরশক্তি সরবরাহের লাভজনক চুক্তি পেয়েছিল আদানি। এই চুক্তিগুলো থেকে ২০ বছরে ২০০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জনের আশা করা হয়েছে।

Exit mobile version