Site icon janatar kalam

ঘরোয়া সহিংসতায় স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

জনতার কলম আগরতলা প্রতিনিধি:-জ্বরখরিয়া অঞ্চলের আমতলি থানা এলাকায় রবিবার ভোরে এক ভয়াবহ গৃহস্থালী সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয়রা আদোরি সরকারকে মর্মান্তিকভাবে নিহত অবস্থায় আবিষ্কার করলে তার স্বামী, সেন্টু সরকারকে ঘটনাস্থলেই আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সেন্টু সরকার প্রায়শই তার স্ত্রীকে মারধর করতেন। শনিবার রাতের একটি তিক্ত বিবাদ মৃত্যুর কারণ হিসেবে কাজ করে। খবর পেয়ে আমতলি থানার অফিসার ইনচার্জ পারিতোষ দাস, টিএসআর পুলিশের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিম ত্রিপুরার এসপি নামিত পাঠক এবং এসডিপিও পরমিতা পান্ডে ঘটনাস্থলে পৌঁছান।

নিহত আদোরির মরদেহ হাপানিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। সেন্টু সরকারকে সোমবার আদালতে হাজির করা হবে। স্থানীয়দের মধ্যে ঘটনার প্রতিবাদে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Exit mobile version