Site icon janatar kalam

গ্রোসারি দোকান থেকে চাল চুরির অভিযোগে গ্রেপ্তার তিন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রোসারি দোকান থেকে চাল চুরির অভিযোগে গ্রেপ্তার তিন। বিভিন্ন দোকানে চুরির অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ। এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানান ভিক্টর দেব নামে এক ব্যক্তি একটি অভিযোগ দায়ের করেন।

৪ নভেম্বর রাতে এক ব্যক্তি উনার দোকানে এসে বেশকিছু সামগ্রী ক্রয় করার জন্য একটি লিস্ট দেন। দোকান মালিক ভিক্টর দেব লিস্ট অনুযায়ী সামগ্রী গুলি ওজন করে প্যাকেট করার সময় ঐ ব্যক্তি দোকান থেকে বেশকিছু দামি চালের বস্তা গাড়িতে লোড করার নাম করে চালের বস্তা নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বিপ্লব বনিক ও বিজয় ধানুক নামে দুই জনের নাম জানতে পারে। আরও জানা যায় তারা আগরতলা শহরের বিভিন্ন দোকান থেকে চাল চুরি করেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে বিপ্লব বনিক ও বিজয় ধানুককে গ্রেপ্তার করে।

ধৃতরা স্বীকার করে তারা চুরি করা চালের বস্তা গুলি ইন্দ্রনগর এলাকার আশুতোষ শর্মার নিকট বিক্রয় করেছে। যথারীতি আশুতোষ শর্মার কাছ থেকে ৯ বস্তা চাল উদ্ধার করা হয়। এবং তাকেও গ্রেপ্তার করা হয়।

Exit mobile version