Site icon janatar kalam

গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য জীবিকা নিধি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ভার্চুয়ালি উদ্বোধন করলেন বিহার রাজ্য জীবিকা নিধি সাখ সহকারি সংঘ লিমিটেড—একটি নতুন সমবায় উদ্যোগ, যার লক্ষ্য গ্রামীণ নারী উদ্যোক্তাদের সুলভ ঋণ সুবিধা প্রদান।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, জীবিকা নিধি তৈরি হয়েছে একটি বিকল্প আর্থিক ব্যবস্থা হিসেবে, যাতে নারীরা মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের (MFI) উপর নির্ভরশীল না হয় এবং স্বল্প সুদে বড় অঙ্কের ঋণ পেতে পারেন। এই উদ্যোগ যৌথভাবে অর্থায়ন করবে বিহার সরকার ও কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবে ১০৫ কোটি টাকা স্থানান্তর করে কার্যক্রমের সূচনা করেন।

নারী ক্ষমতায়নকে ভারতের উন্নয়নের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে মোদি বলেন,“ভারতের উন্নয়নের প্রধান ভিত্তি হলো নারীর ক্ষমতায়ন। নারীদের ক্ষমতায়নের জন্য তাদের জীবনের নানা ধরনের সমস্যাকে দূর করতে হবে। তাই মায়েদের, বোনদের ও কন্যাদের জীবন সহজ করার জন্য সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে।”

জীবিকা প্রকল্পের আওতায় নিবন্ধিত সব ক্লাস্টার-লেভেল ফেডারেশন এই সমবায়ের সদস্য হবে। ফলে সেলফ-হেল্প গ্রুপের (SHG) সঙ্গে যুক্ত নারীরা আর ১৮-২৪ শতাংশ সুদে ঋণ নেওয়ার জন্য MFI-র উপর নির্ভর করতে হবে না।

নতুন এই ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে, যার ফলে দ্রুত ও স্বচ্ছভাবে সরাসরি জীবিকা দিদিদের ব্যাংক হিসাবে ঋণের অর্থ পৌঁছে যাবে। এই ডিজিটাল পরিবর্তন সহজ করতে ১২ হাজার কমিউনিটি ক্যাডারকে ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে।

Exit mobile version