জনতার কলম ওয়েবডেস্ক :- আজ অনুষ্ঠিত বিডব্লিউএফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর মেয়েদের সিঙ্গলস সেমিফাইনালে দারুণ জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে জায়গা করে নিলেন ভারতের ১৬ বছর বয়সী প্রতিভাবান শাটলার তন্বী শর্মা।
গৌহাটির ন্যাশনাল সেন্টার অব এক্সেলেন্স-এ অনুষ্ঠিত সেমিফাইনালে তন্বী চীনের লিউ সি ইয়াকে ১৫-১১, ১৫-৯ স্কোরে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে তন্বী হয়ে উঠলেন মাত্র পঞ্চম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছালেন।
এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন মহিলা বিভাগে অপরণা পোপট (১৯৯৬), সাইনা নেহওয়াল (২০০৬, ২০০৮) এবং পুরুষ বিভাগে সিরিল ভার্মা (২০১৫) ও শংকর মুথুসামি (২০২২)।
তন্বীর এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত গোটা ব্যাডমিন্টন মহল। বিশেষজ্ঞদের মতে, এই তরুণ শাটলার ভবিষ্যতে ভারতীয় ব্যাডমিন্টনে বড় নাম হতে চলেছেন।