জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড় অফিসটিলার প্রাক্তন বিধায়ক গৌতম প্রসাদ দত্তের বড় ভাই গৌরাঙ্গ প্রসাদ দত্তর মৃত্যুর খবরে শুক্রবার দুপুরে তার বাড়িতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রসঙ্গত প্রয়াত গৌরাঙ্গ প্রসাদ দত্ত বামপন্থী আন্দোলনের নেতা ছিলেন। জানা যায় গত ৮ তারিখ সন্ধ্যা ৭ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন বিশালগড় এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা সিপিআইএম বিশালগড় উত্তরাঞ্চল কমিটির প্রাক্তন অঞ্চল কমিটির সদস্য,তথা প্রাক্তন বিধায়ক গৌতম প্রসাদ দত্তের জ্যেষ্ঠ ভ্রাতা গৌরাঙ্গ প্রসাদ দত্ত।।প্রয়াত গৌরাঙ্গ প্রসাদ দত্তের মরদেহে ৮ তারিখ পার্টির পতাকা এবং পুষ্পার্ঘ দিয়ে শেষ শ্রদ্ধা জানান CPI(M) রাজ্য কমিটির সদস্য তথা জেলা সম্পাদক ভানু লাল সাহা, মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার, রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, মহকুমা সম্পাদক মন্ডলী সদস্য তপন দেবনাথ, পার্টি নেতা প্রদীপ দেবনাথ সহ অসংখ্য গুণ মুগ্ধ ব্যক্তিবর্গ।