জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরের একাংশ হোটেল গুলিতে অবৈধ কাজকর্ম চলছে। এই অভিযোগ পুলিশ প্রশাসনের কাছে ছিল ।কিন্তু সুনির্দিষ্ট কোন আভাস না থাকায় পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারছিল না ।অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বটতলার একটি হোটেলে অভিযান চালায়। অভিযান কালে হোটেলের একটি রুম থেকে একজোড়া কপোত কপোতিকে আটক করে পুলিশ ।হোটেলের সংশ্লিষ্ট রুমটিতে সবেমাত্র তারা মদের আসর বসিয়েছিল। ঘটনার প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পারে ,হোটেলের রেজিস্টার বইতে তাদের নাম লিপিবদ্ধ ছিল না। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে যায়।এক পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমকে এই কথা জানান।উল্লেখ্য তিন দিকে বাংলাদেশ সীমান্তে ঘেরা ত্রিপুরাকে নেশা, দেহ ব্যবসা এবং মানব প্রচারের করি ডোর বানিয়েছে আন্তর্জাতিক চোরাচালান কারীরা। এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নামার জন্য পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে পুলিশ প্রশাসন ২১ আগস্ট থেকে রাজ্যের ১৯ টি স্থানে নাকা পয়েন্ট সৃষ্টি করে নেশা বিরোধী অভিযানে নেমেছে। পাশাপাশি বিভিন্ন হোটেল গুলোতেও নিয়মিত অভিযান জারি রেখেছে। এই অভিযানের অঙ্গ হিসেবেই এদিন বটতলার সংশ্লিষ্ট হোটেল থেকে এই সাফল্য পায়ে পুলিশ।